শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বউয়ের পরামর্শ মেনে চলেন শহিদ কাপুর?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১২ এএম, ২৩ জুন ২০১৯ রোববার

শুক্রবার বলিউডে মুক্তি পেয়েছে পেয়েছে নতুন সিনেমা ‘কবীর সিং’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর ও বর্তমান সময়ের নায়িকা কিয়ারা আডবাণী। ছবিতে শহিদ কাপুর এক মেডিকেল স্টুডেন্টের চরিত্রে অভিনয় করেছেন। যে নাকি জীবনে কখনো দ্বিতীয় হয়নি। তার সঙ্গে রয়েছে প্যাশনেট প্রেম কাহিনী। 

তবে এই সিনেমাটি দক্ষিণী সিনেমা ‘অর্জুন রেড্ডি’র রিমেক। এই বিষয়ে শহিদ কাপুর বলেন, আমি যখন ‘অর্জুন রেড্ডি’ দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তাই যখন বলা হয়, এর হিন্দি রিমেক হবে, আমি তার পক্ষে ছিলাম না। কিন্তু ‘অর্জুন রেড্ডি’র পরিচালক সন্দীপ ভঙ্গা নিজেই হিন্দি রিমেক করার জোর করলে সাহস পেলাম। আর আমার স্ত্রী মীরাও বেশ সাহস দিয়েছেন।

তাহলে কি স্ত্রী মীরার পরামর্শ নিয়ে চলেন শহিদ? এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, একসঙ্গে বাস করতে হলে অনেক কিছুই নিজেদের মধ্যে শেয়ার করতে হয়। আর মীরার পরামর্শ আমার জীবনে সব সময়ই গুরুত্বপূর্ণ।

 

কবীর সিংয়ের চরিত্রের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছে কিনা? এমন প্রশ্নে ফিদা খ্যাত এই নায়ক বলেন, কোনো দিন না। সে রকম হলে মীরা আমাকে বাড়িতে ঢুকতেই দিত না। আর আমি খুব প্র্যাকটিকাল অভিনেতা। ব্যক্তিজীবন এবং পেশা গুলিয়ে ফেলি না।

পরিবার সম্পর্কে শহিদ বলেন,  আমি আর মীরা দুজনেই কাজ করি। তবে মীরাই বাচ্চাদের বেশি সময় দেয়। আমি যখনই শহরে থাকি, বাচ্চাদের সঙ্গে সময় কাটাই। ওদের ন্যাপি বদলে দিই। মীরা অবশ্য এখনো ন্যাপি বদলাতে গাইগুই করে! ওদের গল্পের বই পড়াই, ঘুরতে নিয়ে যাই। এগুলো করতে ভালো লাগে। না করতে পারলে বরং গিল্ট ফিলিং হয়। বাচ্চাদের সঙ্গে স্পেশাল কানেকশন হওয়াটা খুব জরুরি।

ইশক্‌ ভিশক্‌ খ্যাত এই নায়কের বর্তমান বয়স ৩৮। কিন্তু দেখলে তা মনে হয় না। এর কারণ হিসেবে শহিদ বলেন, বউয়ের কথা শুনে চলি, ভেজ খাই আর কোনো নেশা নেই।