অন্ধের ভূমিকায় অপূর্ব-মেহজাবিন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩০ এএম, ২৩ জুন ২০১৯ রোববার
নাট্যনির্মাতা ও রচয়িতা সুমন আনোয়ার এবার দুজন অন্ধ মানুষের জীবনযাপন কেমন হতে পারে, তেমন গল্প নিয়েই নির্মাণ করেছেন ‘মহামায়া’। গত বুধ ও বৃহস্পতিবার টানা শুটিং করে এর নির্মাণ কাজ শেষ করেছেন। নাটকটিতে অন্ধ স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী।
এ নাটকে অপূর্ব শহীদ চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন কণা চরিত্রে। নাটকের গল্পে দেখা যাবে এ দম্পতির শিশুসন্তানকেও। নানা সংগ্রামের মধ্যে অতিবাহিত হয় তাদের জীবন। মূলত এ তিনজনকে ঘিরেই নাটকের গল্প এগিয়ে যায়।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, মহামায়া একেবারেই ভিন্ন ধরনের গল্পের একটি নাটক। এ ধরনের গল্পে এর আগে কখনই আমার অভিনয় করা হয়ে ওঠেনি। পুরো নাটকে অন্ধ হিসেবে অভিনয় করে যাওয়া একজন অভিনেতার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার। মেহজাবিনও অনেক ভালো করেছে তার চরিত্রে।
মেহজাবিন বলেন, নাটকটির গল্পটা এক কথায় অসাধারণ, দুজন অন্ধ মানুষের জীবনযাপন কেমন হতে পারে, সেটিই নাটকটিতে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মিতা। আমার কাছে কাজটি করে ভীষণ ভালো লেগেছে। অপূর্ব ও আমি দুজনই কাজটি উপভোগ করেছি। আশা করছি, দর্শকেরও ভালো লাগবেঅ
নির্মাতা সুত্রে জানা গেছে, এই নাটকটি আগামী ঈদে যে কোন একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।