বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাথায় টাক ও সাদা চুলের বিপত্তি থেকে বাঁচতে...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৩ জুন ২০১৯ রোববার

রূপ বিশেষজ্ঞদের মতে, টাক পড়ে যাওয়ার আগেই সময় থাকতে একটু যত্ন নিলে বয়সজনিত কারণে চুল পাতলা হয়ে আসার সমস্যা কিছুটা এড়ানো য়ায়। চুল ঝরে পড়ার পরিমাণও অনেকটা নিয়ন্ত্রণে আসে এই সহজ সমাধানে।

তাদের মতে, চুলকে ভাল রাখার অন্যতম সেরা উপাদন ক্যাস্টর অয়েল। কেবল চুল ঝরা বা টাক পড়া প্রতিকার করাই নয়, ক্যাস্টর অয়েলের আরও নানাবিধ উপকার রয়েছে।

ক্যাস্টর অয়েলে ওমেগা ৬ ও ফ্যাটি অ্যাসিজ থাকে, যার ফলে চুলের বৃদ্ধি হয়। এ ছাড়া চুলের ফলিকল নষ্ট হয়ে তা ঠিক করতেও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।

 

চুল পাকতে শুরু করলে ঘাবড়ে যাবেন না। কারণ মাত্র একটু ক্যাস্টর অয়েলেই সমস্যা মিটতে পারে। তাই পাকা চুল দেখলেই নিয়ম করে ক্যাস্টর অয়েল লাগান। এটি চুলের রং ধরে রাখে।

অনেক সময়ে চুল এত শুষ্ক হয়ে যায় যে তা উড়তে থাকে। এক্ষেত্রে ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল, নারকেল তেল, জোজোবা মিশিয়ে শুধু চুলে হালকা করে লাগিয়ে নিন। এতে উড়ন্ত চুল পেতে যাবে। শুধু চুল নয়। ভুরু ও চোখের পাতায়ও ক্যাস্টর অয়েল মাখতে পারেন। এতে ভুরু ও চোখের পাতার ঘনত্ব বাড়বে।