বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘরোয়া উপায়ে ব্লিচ করার সঠিক নিয়মটি জানেন তো?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৭ এএম, ২৩ জুন ২০১৯ রোববার

ত্বকে তাৎক্ষণিক উজ্জলতা পেতে অনেকেই ব্লিচ করে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় পার্লারে গিয়ে ব্লিচ করার সময় পাওয়া যায়না। তাই ঘরোয়া উপায়ে সঠিক নিয়মে ব্লিচ করার কৌশলটি সবারই জানা দরকার। দোকানে যেসব ব্লিচ কিট পাওয়া যায় অনেক সময় তা অনেকেরই স্যুট করে না। তাই সতর্ক থাকা ভালো। কোনটা আপনার জন্য স্যুট করছে, সেটাই ব্যবহার করুন। চলুন এবার জেনে নেয়া যাক সঠিক নিয়মে ব্লিচ করার ঘরোয়া উপায়টি-

১. ব্লিচ শুরু করার আগে মুখ পরিষ্কার করে নিন। এক্ষেত্রে আপনি যে ফেস ওয়াশ ব্যবহার করেন, সেটাই ব্যবহার করুন। ক্লিনজিং মিল্ক ব্লিচের আগে ব্যবহার না করাই ভালো।

২. এবার ব্লিচ রেডি করুন। ব্লিচ কিটের ভেতর যে ছোট্ট চামচ দেয়া হয়, সেটি দিয়ে একটি পাত্রে ২ চামচ ব্লিচ ক্রিম ও ৩ চিমটি পাওডার নিন। ভালো করে দুটো মিক্স করুন।

৩. খুব ভালো ভাবে দুটো মিক্স করার পর মুখে লাগান। গলায় ও ঘাড়ে লাগাতে পারেন। ভালো করে হাতের আঙুল দিয়ে সবদিকে ব্লিচটা লাগান। তবে চোখ ও নাকের নীচটা এড়িয়ে যান। দেখবেন কোনোভাবেই যেন চোখ বা নাকের ভেতর ঢুকে না যায়। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন।

৪. যদি স্কিন ফর্সা থেকে মিডিয়াম টোন হয়, তাহলে ১৫ মিনিট অপেক্ষা করুন। আর যদি স্কিন টোন ডার্ক হয় তাহলে ১০ মিনিট ওয়েট করুন। তারপর পরিষ্কার সুতির নরম কাপড় পানিতে ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন। মুখ ভালো ভাবে পরিষ্কার করার পরে মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এছাড়াও যদি কিটে ব্লিচ ক্রিম দেয়া থাকে যা ব্লিচের পর অ্যাপ্লাই করতে হয়, তবে সেটি ব্যবহার করুন।  

ব্যস হয়ে গেলো ঘরে বসেই ব্লিচ। তবে ১৫ মিনিটের বেশি ব্লিচ কিন্তু কখনোই রাখবেন না। যারা ভাবছেন অনেকক্ষণ রাখলে বেশি গ্লো পাবেন, একদমই ভুল ভাবছেন। বরং এটা স্কিনের ক্ষতি করবে।