হাতে বয়সের ছাপ রুখতে...
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৭ এএম, ২৩ জুন ২০১৯ রোববার
অনেকেরই হাতের চামড়া কুচকে যাওয়া থেকে শুরু করে রুক্ষ ও মলিন হয়ে বয়সের ছাপ পড়ে। মুখের দিকে নজর দিতে গিয়ে শরীরের অন্য অংশ অযত্নেই থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে হাত। অথচ প্রতিদিনের কাজকর্মে হাত সবচেয়ে ব্যবহৃত হয়। তবে একটু চেষ্টা করলেই বয়স বাড়লেও হাতে বাড়তি চাকচিক্য বজায় রাখা যায়। তবে চলুন জানা যাক কীভাবে যত্ন নিতে হবে হাতের-
ত্বক হাইড্রেটেড রাখা জন্য গোসলের পর হাতে ভাল করে ময়েশ্চারাইজার মাখুন। যতবারই হাত ধোবেন সাবান দিয়ে, চেষ্টা করবেন ময়েশ্চারাইজার মাখতে। ঘরের কাজ যেমন বাসন মাজা, কাপড় ধোয়া এসব করতে গিয়ে হাতে বেশি ক্ষার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাতে গ্লাভস পরে কাজ করুন। এছাড়াও হাত সুন্দর রাখতে নিয়ম করুন ম্যানিকিওর করুন।