ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজে সহায়তায় বিজিবি মোতায়েন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০১ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার
কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় উদ্ধার কাজে সহায়তা, যাত্রীদের মালামাল রক্ষা ও ভীড় সামলাতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
ট্রেন দুর্ঘটনার পর সেখানে চোরের উপদ্রব বেড়ে গেছে। উদ্ধারের বদলে যাত্রীদের মালামাল নিয়ে সটকে পড়ছে সুযোগ সন্ধানী কিছু ব্যক্তি। তাদের হাত থেকে রক্ষা পেতেই পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় খালে ছিটকে পড়া ট্রেনের বগি উদ্ধার কার্যক্রম শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়েছে। এতে সাত জন নিহতের খবর পাওয়া গেছে।
ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন রোববার রাত ১১.৫০ মিনিটে কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় ব্রিজ ভেঙে লাইনচ্যুত হয়ে ভয়াবহ এ দুর্ঘটনার কবলে পড়ে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে ছিলো।
এ দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। নদীতে ছিটকে পড়া বগি থেকে মানুষের আর্তনাদ ভেসে আসতে শুনেছেন বলে জানিয়েছেন একাধিক যাত্রী।