শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

গ্রামে সংসার পাতলেন ভাবনা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

অভিনেত্রী আসনা হাবিব ভাবনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটিতে দেখা গেছে  গ্রামের কোন এক স্থানে বাঙালি বধূর সাজে ভাবনা হাসছেন আর রুটি বান্নাচ্ছেন। ছবির ক্যাপশনে ভাবনা লিখেছেন, ‘হাসনাহেনার হাসতে মানা’। 

ছবিটি নিয়ে যেখানে হৈ চৈ পড়ে গেছে কোথায় রুটি বান্নাচ্ছেন ভাবনা, বা কার জন্য বান্নাচ্ছেন। কেউ কেউ বলছেন গ্রামে গিয়ে সংসারী হলেন না তো? এতো কিছুর মাঝে আরো রহস্য যোগ করেন ক্যাপশনের মাধ্যমে। 

খোঁজ নিয়ে জানা গেছে, এটিও একটি নাটকের দৃশ্য। নাটকটির নাম ‘হাসনাহেনার হাসতে মানা’। এই নাটকে সারাক্ষণ হাসতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এবংকি মানুষ মারা গেলেও রীতিমতো হাসতে থাকেন। ঢাকার অদূরে উলুখোলা গ্রামে নাটকটি শুটিং শুরু হয়েছে শনিবার চলছে আজও। 

 

নারীকেন্দ্রিক এই নাটকের চিত্রনাট্য আর নির্মাণেও রয়েছেন দুজন নারী। এর চিত্রনাট্য লিখেছেন মাতিয়া বানু শুকু আর নির্মাণ করছেন রোকেয়া প্রাচী। এতে ভাবনার বিপরীতে আছেন রমিজ রাজু। 

নাটকটির গল্পে দেখা যাবে, হাসনাহেনা খুব ছোটবেলায় সড় দুর্ঘটনায় তার মাকে হারায়। সে-ও ৬ দিন কোমায় থেকে জীবন ফিরে পায়। মূলত এর পর থেকেই, তার মুখে সবসময় হাসি লেগে থাকে। এভাবে বড় হয়। এরপর পারিবারিকভাবে বিয়ে হয়। শ্বশুরবাড়ি গিয়েও সেই হাসি লেগে থাকে। প্রথমে এই মিষ্টি হাসিতে সবাই খুশি হলেও, পরে সেটি অন্ধকারে মোড় নেয়। কারণ, আত্মীয়র মৃত্যুর খবর শুনেও হাসনাহেনা হাসে!

সেই সূত্রে, হাসানার হাসিময় জীবনে নেমে আসে কালো মেঘ। বলা হয়, ভুতে ধরেছে তাকে। কেউ বলে, এটা হাসি-অসুখ!  তবে, হাসনাহেনা যে কাঁদতেও জানে, সেই গল্পটাও রয়েছে এখানে।

নির্মাতা সুত্রে আরো জানা গেছে, ‘হাসনাহেনার হাসতে মানা’ নাটকটি আসছে ঈদ উৎসবে যে কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।