শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিনেমা ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে দিতে চাই: শাকিব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪১ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

গেল ঈদে মুক্তি প্রাপ্ত শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিটি দর্শ মহলে বেশ সাড়া ফেলেছে। তৃতীয় সপ্তাহে এসেও দেশ ব্যাপী প্রদর্শিত হচ্ছে ছবিটি। এই ছবিটি প্রযোজনার আগে শাকিব খান কথা দিয়েছিলেন নিয়মিত সিনেমা প্রযোজনা করবেন। সেই ধারাবাহিকতায় এসকে ফিল্মস থেকে একসঙ্গে চারটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন শাকিব। 

রোববার দুপুরে এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। সিনেমা চারটি হলো বীর, ফাইটার, পাসওয়ার্ড টু ও প্রিয়তমা। ছবিগুলো পরিচালনা করবেন যথাক্রমে কাজী হায়াৎ, বদিউল আলম খোকন, মালেক আফসারি ও হিমেল আশরাফ। এ সময় হিমেল আশরাফ ছাড়া বাকী নির্মাতা উপস্থিত ছিলেন।

 

 

এ সময় শাকিব খান বলেন, ‘পাসওয়ার্ড’ ছবিটি দর্শক মহলে অনেক সাড়া পাচ্ছে। বর্তমানে ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবির কাজ করছি, এটি শেষ করেই ‘বীর’ ছবির  শুটিং শুরু করবো। তারপর পর্যাক্রমে অন্য ছবির কাজ শুরু হবে। কিছু ছবির স্ক্রিপ্ট লেখা শেষ আর কিছু ছবির এখনো বাকি রয়েছে। সময়ের সঙ্গে মিলিয়ে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের গল্পে এ সিনেমা গুলো নির্মিত হবে।

শাকিব বলেন,  চলচ্চিত্র আমাকে নাম, যশ, খ্যাতি ও অর্থ সবই দিয়েছে। সিনেমার সুসময়ে এসে দুঃসময়ে চলে যাব তা তো হয় না। আমি সিনেমার এই খারাপ সময়ে পাশে থাকতে চাই। আমি দেশের সিনেমা ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে দিতে চাই। যেনো বিদেশে গিয়ে আমার দেশের সিনেমা নিয়ে গর্ব করতে পারি।

 

 

তিনি আরো বলেন, আমি পারতাম, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঘরোয়াভাবে করতে। কিন্তু করিনি। কারণ আমি চাই, আমার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখে আরো অনেকে অনুপ্রাণিত হোক। সিনেমা নির্মাণে আসুক। তাহলে বাংলা চলচ্চিত্র আবারো ঘুরে দাড়াবে।

এদিকে, শাকিব খানের ইউটিউব চ্যানেল সম্প্রতি সিলভার বাটন স্বীকৃতি পেয়েছে। গেল বছরের ২৪ মার্চ যাত্রা শুরু করে শাকিব খানের অফিসিয়াল এ ইউটিউব চ্যানেল। ইতোমধ্যেই ৩ লক্ষাধিক গ্রাহক এই চ্যানেল সাবস্ক্রাইব করেছে।