গুগল আর বানাবে না ট্যাব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩০ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

এখন থেকে গুগল আর কোনো ট্যাবলেট তৈরি করবে না। এর পরিবর্তে প্রতিষ্ঠানটি ক্রোম অপারেটিং সিস্টেমের ল্যাপটপ বানাবে। সম্প্রতি গুগলের হার্ডওয়্যার দলের প্রধান রিক অস্টারলো এ তথ্য জানিয়েছেন।
অবশ্য রিক এই খবর জানানোর আগেই বিভিন্ন মাধ্যমে বিষয়টি ফাঁস হয় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এদিকে গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার গুগলের ট্যাব বিক্রি বন্ধের সিদ্ধান্তের খবর পাওয়া যায়। তখন জানানো হয়, সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি এবার ট্যাবের পরিবর্তে ল্যাপটপ তৈরি করবে।
উল্লেখ্য, শুরু থেকেই একাধিক ট্যাব তৈরি করলেও কখনোই গ্রাহকদের মন জয় করতে পারেনি গুগল। ২০১২ সালে নেক্সাস-সেভেনের হাত ধরে ভারতে ট্যাব বিক্রি শুরু করে গুগল। দেশটিতে অ্যাপল ছাড়া আর কোনো প্রতিষ্ঠানই ট্যাব বাজারে সুবিধা করতে পারেনি।
তবে গুগলের পিক্সেল ট্যাব জনপ্রিয়তা না পেলেও পিক্সেল সিরিজের স্মার্টফোন বেশ জনপ্রিয়। বর্তমানে প্রতিষ্ঠানটির সর্বশেষ পিক্সেল স্লেট ট্যাবটি ক্রোম অপারেটিং সিস্টেমেই চলে।