ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করুন জিমেইল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

এমন একটি জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন সেখানে কোনো ইন্টারনেট সংযোগ নেই। কিন্তু এখনই আপনাকে জিমেইল চেক করতে হবে। কী করবেন তখন? সে উপায়ই বাতলে দিচ্ছি এই আয়োজনে-
* ওই ফোনে থাকতে হবে গুগল ক্রোমের ৬১ ভার্সন। না থাকলে ইনস্টল করে নিন আগে থেকেই।
* ব্রাউজার থেকে জিমেইলে প্রবেশ করে ডান কোণায় থাকা সেটিংস আইকনের মতো যে আইকনটি রয়েছে তাতে ক্লিক করতে হবে।
* এপর্যায়ে বেশ কয়েকটি অপশন আসবে। সেখান থেকে ‘সেটিংস অপশনটি’ সিলেক্ট করতে হবে।
* আবারো অনেকগুলো অপশন আসবে। এখান থেকে ওপরের দিকে ডান কোনায় থাকা অফলাইন নামের ফিচারটি নির্বাচন করতে হবে।
* সবশেষে এনাবল অফলাইন মেইল অপশন সিলেক্ট করলেই কার্যকর হবে অফলাইন মুড।