বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঠোঁটের কালচে ভাব দূর করুন ৫ মিনিটে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

অতিরিক্ত পরিমাণে কফি পান, ধূমপান, সূর্যের ক্ষতিকর রশ্মি, মানহীন প্রসাধনী ব্যবহারসহ নানা কারণে ঠোঁট একসময় কালচে রঙ ধারন করে। তবে ইচ্ছে করলে খুব সহজেই ঠোঁটকে আবারো গোলাপি করে তুলতে পারেন। এরজন্য আপনাকে কোনো লিপস্টিক ব্যবহার করতে হবে না! শুধু নিচের নিয়মটি মেনে চলুন-

যা লাগবে : তাজা গোলাপের পাপড়ি, লাল রং হলে ভালো হয়।  ভিটামিন ই ক্যাপসুল। একটি ক্যাপসুল বেশ কয়েক বার ব্যবহার করা যাবে।

যা করবেন

* গোলাপের পাপড়ি যেকোনো উপায়ে পিষে থেকে খানিকটা রস বের করে নিন।

* এই রসের সাথে এক ফোঁটা ভিটামিন-ই কিংবা এক ফোঁটা ভিটামিন ই যুক্ত ময়েশ্চারাইজার ক্রিম মেশান।

 

* ভালোভাবে মিশে গেলে এই মিশ্রণটি রাত্রে ঘুমানোর পূর্বে ভালোভাবে ঠোঁটে ম্যাসাজ করুন। একবার ম্যাসাজের পর কিছুক্ষণ অপেক্ষা করুন। একটি লেয়ার শুকিয়ে গেলে আরেকবার মেখে নিন। এটি ব্যবহারের পর কিছু খাবেন না কিংবা বিছানায় উপুড় হয়ে ঘুমাবেন না।

* সারারাত ঠোঁটে থাকার ফলে গোলাপের ভেতরে অবস্থিত প্রাকৃতিক উপাদানগুলো আপনার ঠোঁটের কালচে ভাব দূর করবে। এছাড়া ভিটামিন ই ঠোঁটকে নরম ও মরা কোষ মুক্ত করতেও সহায়তা করবে। বয়সের ছাপও মুছে দিতে সক্ষম মিশ্রণটি।