বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিমিশেই মরিচা দূর করতে ব্যবহার করুন লবণ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২৫ জুন ২০১৯ মঙ্গলবার

সঠিক ভাবে যত্নের অভাবে মেটালের তৈরি জিনিসপত্রে খুব সহজেই মরিচা পড়ে যায়। আর মরিচা পড়ে গেলে তা আর ব্যবহার উপযোগী থাকে না। কিন্তু সহজ একটি উপায়ে এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এক্ষেত্রে লবণ ব্যবহার করে নিমিশেই মরিচা দূর করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক মরিচা দূর করার উপায়টি-

প্রথমে ২-৩ টেবিল চামচ লবণের সাথে পরিমাণমতো লেবুর রস মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এরপর এই মিশ্রণটি দিয়ে মরিচা পড়া অংশে লাগিয়ে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর ঘষে তুলে নিন মরিচা। লবণের ক্ষয়কারক এবং লেবুর অ্যাসিডিক উপাদান খুব সহজে এবং ঝটপট মরিচা দূর করার ক্ষমতা রাখে। এই পদ্ধতিতে রান্নাঘরের ব্যবহার্য জিনিপত্র ও দৈনন্দিন জীবনের অন্যান্য মেটালের তৈরি জিনিস থেকে মরিচা তোলা যায়।