নড়বড়ে সেতু দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১১ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার
নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে এই নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই তথ্য জানান।
গত রোববার (২৩ জুন) মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনা ঘটে। সে দুর্ঘটনায় চারজন নিহতসহ আহত হন শতাধিক যাত্রী।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আরেকটি কথা খুব জরুরি এসেছে একনেক সভায়। ঘটনাটি হলো রেলের। আমরা অভিনন্দন জানিয়েছি রেলমন্ত্রীকে, দ্রুত তিনি উদ্ধারকাজ শুরু করেছিলেন। তার কাছে বহু টেলিফোন আসছে মানুষের কাছ থেকে। এরই মধ্যে যোগাযোগটা (রেলের) শুরু হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-সার্ভে করেন সব সেতুর বিষয়ে। দ্রুত নেমে পড়েন। যেগুলো নড়বড়ে, পুরানো সেগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেন। বর্ষার আগেই যা মেরামত করার, করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।