রাজধানীতে ৫০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৮ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার
রাজধানীর লালবাগ থেকে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
আসামিরা হলেন সিরাজগঞ্জের বেলকুচির জিধুরী সরকারবাড়ী গ্রামের আরেফীন, পল্লবীর আসিফ রহমান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেহেদী হাসান এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সুখেন্দু রায় ।
তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মঙ্গলবার পৃথক দুটি মামলা করেন র্যাব-১০–এর জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. শামীম।
মামলার এজাহারে বলা হয়, সোমবার রাতে র্যাব-১০–এর সদস্যরা বকশীবাজার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় তারা জানতে পারেন, সাপের বিষ বিক্রির জন্য চোরাকারবারিরা লালবাগ থানার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে অবস্থান করছেন। পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চোরাকারবারিরা। এ সময় তাদের কাছ থেকে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়। জারে রাখা কোবরা সাপের বিষ পাওয়া যায়।
মামলার এজাহারে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, বিদেশ থেকে সাপের বিষ এনে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন তারা। পাশাপাশি অস্ত্র ব্যবসাও করেন।
কোবরা সাপের বিষের বোতলে লেখা আছে, ‘মেড ইন ফ্রান্স।’ আসামিদের কাছ থেকে ছয়টি মুঠোফোন এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
মামলার বাদী র্যাব-১০–এর কর্মকর্তা মো. শামীম বলেন, আসামিরা দীর্ঘদিন থেকে সাপের বিষের ব্যবসা করে আসছেন।
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই মামুন হোসেন বলেন, দুই মামলায় আদালত চার আসামিকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন।