বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশুসন্তান কোলে নিয়েই যুবককে খুন করল নারী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

জায়গাটা তিন রাস্তার মোড়। এখানে দোকানপাট ও পথচলতি মানুষের ভিড় রয়েছে। ছয় মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে এক নারী এদিক-সেদিক ঘুরছিলেন। কিছুক্ষণ পরেই এসে দাঁড়ালেন বাইক আরোহী এক যুবক। দু-চার কথা বলার পরই কোমর থেকে ছুরি করে যুবকের গলায় সজোরে কোপ বসিয়ে দিলেন ওই নারী। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই যুবক।

মঙ্গলবার সকালে ভারতের বসিরহাট পুলিশ জেলার খোলাপোতা মোড়ে এমনই রোমহর্ষক খুনের ঘটনা ঘটেছে। পরে মারুভা বিবি (৩৫) নামে ওই মহিলা, তার স্বামী এবং আরো এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। 

এদিকে পুলিশ তিনজনকে গ্রেফতারের পাশাপাশি নিহত আসিফ গাজির (৩৫) মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আসিফ ওই এলাকায় মাছের ভেড়িতে কাজ করত। 

 

কিন্তু কেন এমন ভয়ঙ্করভাবে সরাসরি যুবককে খুন করল মারুভা? মাটিয়া থানা এলাকার বাসিন্দা মারুভারপরিবারের অভিযোগ, স্বামী বাইরে থাকার সুযোগ নিয়ে ওই যুবক মহিলাকে উত্ত্যক্ত করত। কুপ্রস্তাব দেয়া থেকে, ফোনে হুমকি, সংসার ছেড়ে তার সঙ্গে পালানোর জন্য চাপ দেয়ার অভিযোগও তুলেছেন ওই যুবকের বিরুদ্ধে। 

পরিবারের আরো দাবি, ওই যুবক শারীরিক সম্পর্কের জন্য জোরাজুরিও চালাতো। পুলিশের অনুমান, সেই প্রতিহিংসা থেকেই মহিলা এ রকম প্রকাশ্য রাস্তায় খুনের পথ বেছে নেন। যদিও আসিফের সঙ্গে বিয়ের আগে সম্পর্ক থাকতে পারে বা বিয়ের পরে কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুভা বিবির বাড়ি মাটিয়া থানার ঝুরুলি গ্রামে। স্বামী কলকাতায় বাবুর্চির কাজ করেন। তার দুই সন্তান রয়েছে। 

মারুভার শাশুড়ি বলেন, ছেলে-বউমা আমাদের সঙ্গে থাকে না। ওরা কাছেই আলাদা বাড়ি ভাড়া করে থাকে। ছেলে বাইরে থাকে বলে আসিফ বউমার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। নানাভাবে বিরক্ত করত। আমার ছেলেকে ছেড়ে তাকে বিয়ে করার জন্য চাপ দিত।

 

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন একাই বাড়ি থেকে বের হন মারুভা। কিছুক্ষণ পর তার স্বামী ও এক বন্ধু বাইকে করে তাকে নিয়ে খোলাপোতা মোড়ে আসেন। ফোন করে আসিফকে খোলাপোতা মোড়ে ডেকে নেন। মারুভার স্বামী ও তার বন্ধু বাইকে বসে ছিলেন। 

পরে মারুভা বাইক থেকে নেমে সন্তানকে কোলে নিয়ে ঘোরাঘুরি করতে থাকেন। আসিফ আসতেই তার কাছে গিয়ে কথা বলতে শুরু করেন। এরপর কয়েকটা চড়-থাপ্পড়ের পরেই কোমরে গুঁজে রাখা ছুরি বের করে কোপ বসিয়ে দেন। ঘটনাস্থলেই মারা যান আসিফ।