ইউরোপীয় কাউন্সিলে ফেরার অনুমতি পেলো রাশিয়া
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৯ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার
ইউরোপীয় কাউন্সিলের সংসদীয় পরিষদে ছিনিয়ে নেয়া প্রবেশাধিকার ফিরিয় দেয়া হয়েছে রাশিয়াকে। সংস্থার ২০০ সদস্য রাশিয়াকে আবার ফেরানোর বিষয়ে ভোটাভুটিতে অংশ নেন। প্রস্তাবের পক্ষে পড়ে ১১৮টি ভোট আর বিপক্ষে পড়ে ৬২ ভোট।
ইউক্রেন ইস্যুতে ২০১৪ সালে ইউরোপীয় সংসদ রাশিয়ার ভোটাধিকার কেড়ে নেয়। কিন্তু আজ সে অধিকার আবার ফিরিয়ে দেয়া হলো। অবশ্য, পরিষদে রাশিয়ার ফেরার বিষয়ে ইউক্রেন জোরালো আপত্তি জানায়। ইউক্রেনের অভিযোগ, পূর্ব সীমান্তের সংঘাতে রাশিয়া জড়িত।
রাশিয়াকে ভোটাধিকার দেয়ার ফলে আগামীকাল সংস্থার মহাসচিব নির্বাচনে মস্কো অংশ নিতে পারবে।
ইউরোপীয় কাউন্সিলের সঙ্গে ইউরোপেীয় ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। ৪৭টি দেশ এ সংস্থার সদস্য এবং এসব দেশ থেকে ৩০০ সংসদ সদস্য নির্বাচত হন। এ সংস্থার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে নানা সুপারিশ বাস্তবায়ন করে।