বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব মাদকবিরোধী দিবস আজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

আজ বুধবার (২৫ জুন) সারাদেশে পালিত হচ্ছে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৮ সাল থেকে প্রতিবছরের ২৬ জুন সারা বিশ্বে মাদকবিরোধী দিবস পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদকমুক্তির অঙ্গীকার’।

এদিকে এই দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ২০১৮ সালের ‘অ্যানুয়াল ড্রাগ রিপোর্ট’ বা বার্ষিক মাদকদ্রব্য প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের মধ্যে মাদকাসক্ত বলে যারা শনাক্ত হচ্ছে তাদের বেশির ভাগই ইয়াবায় আসক্ত। গত বছর যারা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছে তাদের ৪২ দশমিক ৩ শতাংশই ছিল ইয়াবায় আসক্ত। প্রতিবছর অন্য মাদকে আসক্তের হার কমলেও বাড়ছে ইয়াবা ও হেরোইনসেবীর সংখ্যা।

ডিএনসি সংশ্লিষ্টরা বলছেন, মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণ করতে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদকাসক্তি প্রতিরোধে ডোপ টেস্টসহ বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে।

সংস্থার মহাপরিচালক (ডিজি) জামাল উদ্দীন আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান বেড়েছে। আগে আমরা যেখানে নয়-দশ হাজার মামলা করতাম, সেখানে গত বছর ডিএনসি করেছে ১৫ হাজার মামলা। সব সংস্থা মিলে ২০১৮ সালে এক লাখ ১৯ হাজার মাদক মামলায় এক লাখ ৬৮ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন আইনে ইয়বাসহ সব মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি ডোপ টেস্টেরও উদ্যোগ নেওয়া হয়েছে। মাদকাসক্ত কেউ আর চাকরি পাবে না।’

দিবসটি উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদকবিরোধী বিভিন্ন সংগঠন ও বেসরকারি সংস্থাসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ উপলক্ষে আজ সকালে রাজধানীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করবে।