টকশোতে সাংবাদিক ও রাজনৈতিক নেতার মারামারি (ভিডিও)
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৪ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার
টিভিতে লাইভ টকশো চলাকালীন সাংবাদিকের উপর চড়াও হয়ে হামলা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এক শীর্ষ নেতা।
ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই উঠেছে নিন্দার ঝড় উঠেছে।
সোমবার রাতে একটি পাক সংবাদ চ্যানেলে ‘নিউজ লাইন উইথ আফতাব মুঘেরি’ নিয়ে টকশো চলছিল। সেখানেই শীর্ষ সাংবাদিক ও করাচি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ খান ফারানের ওপর চড়াও হন ওই পিটিআই নেতা মনসুর আলি সিয়াল।
বিতর্ক চরমে পৌঁছলে ক্ষেপে গিয়ে তিনি উঠে দাঁড়িয়ে সাংবাদিককে ধাক্কা মেরে মাটিতে ফেলে তার উপর ঘুষি চালাতে থাকেন। পরিস্থিতি চরমে ওঠায় উপস্থিত অন্যান্য অতিথি ও ক্রু-রা অনেক কষ্টে তাকে টেনে সরিয়ে আনেন। পরবর্তীতে দুজনেই পুনরায় নির্ধারিত জায়গায় বসে টকশোতে অংশ নিয়েছে।
এই ভিডিও টুইটারে পোস্ট করেছেন পাকিস্তানের ফ্রিলান্স সাংবাদিক নায়লা ইনায়াত। তিনি লিখেছেন, এটাই কি নয়া পাকিস্তান? লাইভ শোয়ে করাচি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ খানের ওপর হামলা পিটিআই এর মনসুর আলি সিয়ালের।