বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কীভাবে প্রেম হবে মসৃণ, মজবুত ও তরতাজা?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

প্রেম করছেন অথচ ঝগড়াঝাঁটি হবে না, এটা কি হয়? তর্কে-বিতর্কে মাঝে মধ্যে অবান্তর কিছু আসতেই পারে। তবে ভালবাসার মাঝে ঝগড়া যতই বন্ধনকে আরো গাঢ় করুক না কেন, ঝগড়া অশান্তির রূপ নেয়ার আগেই তা ঝেড়ে ফেলুন। দুজনের মধুর সব মুহূর্ত ফিরে আসার জন্য কিছু বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। চলুন, সেসব দেখে নেয়া যাক-

 

 

আদৌ সত্যি বলছ তো: এটি একটি মারাত্মক প্রশ্ন। সম্পর্ক শুরুর দিকে তো বটেই, এছাড়া ঘনিষ্ঠতা বাড়ার পরেও এই প্রশ্ন একেবারেই নয়। সঙ্গী যদি একবার বুঝে ফেলেন যে আপনি তাকে খুব একটা বিশ্বাস করেন না, তাতে সমস্যার জল অনেক দূর গড়াতে পারে।

বরং তেমন সন্দেহ হলে প্রিয় মানুষটির গতিবিধি বুঝে দেখুন। খুব প্রয়োজনে এই প্রশ্নই একটু নরম করে ঘুরিয়ে বলুন। আর যদি সত্যিই মিথ্যের আনাগোনা বেশি দেখেন, তা হলে খোলাখুলি কথা বলুন।

 

 

সব দোষ তোমার: এ কথাটি একদমই সাধারণ। তর্ক-বিতর্ক বা নেহাত মাথা গরমের ফাঁদে পড়ে এ কথা অনেকেই হরহামেশা বলে ফেলেন। কিন্তু দিনের পর দিন সব অশান্তির উপসংহার যদি এ কথা হয়, তা হলে কিন্তু সমস্যা আছে। কাজেই দোষারোপের অভ্যাস থাকলে তাতে শিগগিরই ইতি টানুন।

 

 

সঙ্গীর মা-বাবার বিষয়ে কথা: সঙ্গীর মা-বাবার সঙ্গে সম্পর্ক যতই ভালো হোক, কিছু বিষয় মাথায় রাখতে হবে। তাদের সম্পর্ক ভাল না থাকলেও কখনোই তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সঙ্গী দুজনের মধ্যে আপনাকে বেছে নিলেও নয়। নিজের মা-বাবা যাই করুন না কেন, তাদের সম্পর্কে কোনো কথা শুনতে অন্যের ভাল না লাগারই কথা।

 

 

প্রাক্তনের সঙ্গে তুলনা: সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক যেই লেভেলেই হোক কখনো তার অতীত সঙ্গীর সঙ্গে নিজেকে তুলনা করবেন না। এতে আপনি তার অতীত নিয়ে অতিরিক্ত সচেতন বলে তিনি ভাবতে পারেন। সেখান থেকে তৈরি হতে পারে নানা জটিলতা। তাই কথায় কথায় অতীত সঙ্গীর সঙ্গে তুলনা একেবারেই বাদ দিন।

 

 

তুমি জানো না: সঙ্গী কি একটু ইগোর সমস্যায় ভোগেন? তা হলে এই কথা ব্যবহারে সচেতন থাকা ভালো। হতে পারে, কোনো বিষয় সত্যিই সঙ্গী জানেন না। না জেনেই ভুল মন্তব্য করেছেন। কিন্তু তা নিয়ে তর্কের সময় ‘তুমি কিছু জানো না’ এমনটা না বলাই শ্রেয়।

 

 

ব্যস্ততায় সন্দেহ: ফোনে অনেকক্ষণ না পেলে বা বাড়ি ফিরতে দেরি হলেই সন্দেহের বশে যা মুখে আসে তাই বলেন? তা হলে এবার দাঁড়ি টানুন। ফোনে অন্য কেউ ব্যস্ত থাকতেই পারেন। দরকারি কথা বা নিছক আড্ডাও হতে পারে। আর তাই বিষয়টি নিয়ে কখনোই জবাবদিহিতায় যাবেন না।