বাচসাসের নির্বাচন ২৬ জুলাই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ (বাচসাস) এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই। বৃহস্পতিবার নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে এ তারিখ জানানো হয়।
এবারের বাচসাস নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামানের স্বাক্ষর করা তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ জুলাই। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু ৪ জুলাই। আগ্রহীরা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফর্ম সংগ্রহ করতে পারবেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৬ জুলাই রাত দশটা পর্যন্ত। ৭ জুলাই মনোনয়ন পত্র বাছাই, ৮ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র সংগ্রাহকরা চাইলে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন ৯ ও ১০ জুলাই।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ জুলাই রাত ৮টায়। ২৬ জুলাই হবে নির্বাচন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে সন্ধ্যা ৬টায়। দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত থাকবে ভোটগ্রহণ বিরতি।
এর আগে ২০১৭ সালের ২১ জুলাই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আবদুর রহমান ও নিশান প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করে। সহ-সভাপতি বাদল আহমেদ, সীমান্ত খোকন, সহ সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম, অর্থ সম্পাদক নবীন হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈকত সালাহউদ্দিন, দফতর সম্পাদক নির্বাচিত হন মইনুল হক রোজআন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রিমন মাহফুজ, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা নাসরিন কলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান রিজভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ জেয়াদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হন- রাহাত সাইফুল, মাহফুজ সিদ্দিকী, রাজা সিরাজ, মনিরুল ইসলাম মানিক, শফিকুল আলম মিলন, সিরাজুল ইসলাম সিরাজ, রেজাউল করিম রেজা, মুজাহিদ সামিউল্লাহ ও সুরাইয়া রহমান মনি।
ওই নির্বাচনে মোট সাতজন নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। তারা হলেন- ফরিদ বাশার, ফাল্গুনী হামিদ, মাঈনুল হক ভূইয়া, মাহবুবুর রহমান আলমগীর, রেজাউল করিম শামীম, আবুল হোসেন মজুমদার ও এরফানুল হক নাহিদ।
উল্লেখ্য, চলতি বছর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। ১৯৬৮ সালের ৫ এপ্রিল তৎকালীন চলচ্চিত্র সাংবাদিকদের এক সভায় গঠিত হয় ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর সেটির নাম দাঁড়ায় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’, সংক্ষেপে ‘বাচসাস’।