বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিয়ের পরও ধরে রাখুন ফিটনেস!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৫ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

পরিবর্তন প্রত্যেকের জীবনেই আসে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিয়ের পর শারীরিক ও মানসিক নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। নতুন জায়গায় জীবনযাত্রা ও খাদ্যাভাসে আসে নতুনত্ব। শারীরিক পরিবর্তনের জন্য মূলত হরমোনই দায়ী। তাই বিয়ের পর শরীরের ফিটনেস ধরে রাখতে ও সুস্থ থাকতে খাবারের প্রতি সচেতন হতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক বিয়ের পর ফিটনেস ধরে রাখতে কোন খাবারগুলো বেশি কার্যকরী-  

১. শরীরের দুর্বলতা ও ক্লান্তি দূর করতে ডিমের জুড়ি নেই। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই ডিম রাখুন।

২. অনেকেই মনে করেন দুধ ফ্যাট জাতীয় খাবার। আর তা মোটেই শরীরের পক্ষে ভালো নয়। তবে মাখন তোলা দুধ শরীরের জন্য উপকারি। এতে প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন থাকে। তাই খাদ্য তালিকায় দুধ রাখুন।

 

৩. সকালে হালকা গরম পানির সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে খান। এতে মেদ কমে আর ত্বকও ভালো থাকবে।

৪. রসুন ক্লান্তি দূর করে। এছাড়াও শরীরে রক্ত প্রবাহ ঠিক রাখে।

৫. কফির মধ্যে থাকা ক্যাফেইন শারীরিক মিলনের ইচ্ছা জাগায়। তাই কফি অবশ্যই খান। ব্ল্যাক কফি খেতে পারলে আরো ভালো।

৬. চকলেট মন ভালো রাখে। আর ডার্ক চকলেট স্বাস্থ্যের জন্য উপকারি। তাই চকলেট খেতে পারেন।

৭. কলার রয়েছে ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম। ভিটামিন বি ও পটাশিয়াম মানবদেহের জন্য উপকারি। আর কলায় রয়েছে ব্রোমেলিয়ানও। যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও সহায়ক। আর সর্বোপরি কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা যা দেহের শক্তি বৃদ্ধি করে।