বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাঙা লিপস্টিক জোড়া দেয়ার সহজ কৌশল!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৬ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

নারীদের ঠোঁট রাঙিয়ে তুলতে লিপস্টিকের জুড়ি নেই। আর এই সখের লিপস্টিক দেয়ার সময় যদি তা ভেঙে যায় তবে কষ্টের শেষ থাকে না। তাই মন খারাপ না করে জেনে নিন সহজ কৌশল। যা অনুসরণ করে ভাঙা লিপস্টিক জোড়া দিতে পারবেন খুব সহজেই। চলুন জেনে নেয়া যাক কৌশলটি-

প্রথমে লিপস্টিকের ভাঙা অংশের নিচে ম্যাচ কিংবা লাইটার দিয়ে গলিয়ে নিন। অথবা মোম দিয়েও গলাতে পারেন। মোম দিয়ে কাজটি সহজ হবে। তবে সাবধান থাকুন, লিপস্টিক যেন আগুনে পুড়ে না যায়। পুড়ে গেলে নষ্ট তা হয়ে যাবে। এখন গলানো অংশটি মূল লিপস্টিক অংশের উপর লাগিয়ে কিছুক্ষণ চেপে ধরে থাকুন। পরে টুথপিক কিংবা কোন কাঠি দিয়ে জোড়া লাগানো অংশটি সমান করে নিন। সাবধানে কাজটি করুণ যাতে পুনরায় ভেঙে না যায়। সবশেষে লিপস্টিক পুরোপুরি লাগানোর জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ব্যস এই কৌশলটি কাজে লাগিয়ে ভাঙা লিপস্টিক সহজেই জোড়া লাগিয়ে নিন।