বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন জুতায় অস্বস্তি! জানুন সমাধান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

আপনার খুব পছন্দের নতুন জুতা। মানিয়েছে বেশ। আবার দেখতেও অসাধারণ সুন্দর। তবে আপনার অনুভূতি বলছে অন্য কথা। হাঁটতে অস্বস্তি লাগছে। কেমন যেন ব্যথা ব্যথা অনুভূত হয়।

আসলেই তাই। অনেক সময় নতুন জুতা পরে ঘণ্টা খানেক হাঁটা-চলা করার পর গোড়ালির পিছন দিকে, আঙুলের পাশে কিংবা বুড়ো আঙুলের তলায় ফোস্কা পড়ে যায়। আর একবার ফোস্কা পড়লে পরবর্তী ২-৩ দিন হাঁটা-চলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 

এই অবস্থায় কয়েকটি উপায়ে চটপট ফোস্কা সারিয়ে তোলা যায়। আবার জুতায়ও কিছু টেকনিক প্রয়োগ করা যায়। আসুন সে বিষয়গুলো জেনে নেই-

 

১) নতুন জুতার ঘষায় ফোস্কা পড়লে সে স্থানে অ্যালোভেরা জেল লাগান। এতে পায়ের ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

২) এছাড়া ফোস্কার জায়গায় দিনে অন্তত ৩ বার মধু লাগাতে পারেন। এতে ফোস্কা দ্রুত শুকিয়ে উঠবে।

৩) নতুন জুতা পরার আগে পায়ে ভালো করে সরষের তেল বা নারকেল তেল মাখতে পারেন। এতে ফোস্কা পড়ার ঝুঁকি অনেকটাই দূর হবে।

৪) জুতার যে জায়গাগুলো খুব শক্ত বা পায়ে ঘষা লেগে ফোস্কা পড়তে পারে, সে স্থানগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে দিন। এতে পায়ে ফোস্কা পড়বে না।

৫) আবার জুতার যে জায়গাগুলো পায়ে লাগলে খুব শক্ত মনে হয়, সেখানে ভেসলিনও লাগাতে পারেন। এর ফলে সে স্থান নরম হওয়ায় ফোস্কা পড়ার ঝুঁকিও কম থাকে।