অবিশ্বাস্য, পানি কিনতে বাড়ির আসবাবপত্র বিক্রি!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
পানির জন্য হাহাকার। ভারতের তামিলনাড়ু রাজ্যে পানি সঙ্কট চরমে পৌঁছেছে। চড়া দামে পানি কিনতে বাড়ির আসবাবপত্র পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন এলাকাবাসী। ৭০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে পানির ট্যাঙ্ক। টাকা দিলেও মিলছে না পানি।
পানির জন্য রাজ্যের একাধিক তথ্য প্রযুক্তি দফতর কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। অফিস প্রায় বন্ধ করে দেয়া হয়েছে। শহরের একাধিক গেস্ট হাউস, হোটেল বন্ধ করে দেয়া হয়েছে এই পানিসংকটের কারণে।
পানি বাঁচাতে কাগজের থালায় খাওয়া দাওয়া করছেন শহরের বাসিন্দারা। পরিস্থিতি এতোটাই উদ্বেগজনক যে ৯ হাজার লিটার পানির দাম ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে।
গ্রামের কুয়া থেকে লটারি করে পানি সরবরাহ করা হচ্ছে। সরকারি পানি সরবরাহ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সে কারণে বাইরে থেকে পানির ট্যাঙ্ক অর্ডার করতে হচ্ছে বাসিন্দাদের। যার চড়া মূল্য দিতে ঘটি বাটি বিক্রি করতে হচ্ছে বাসিন্দাদের।