বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের টেলিকম প্রতিষ্ঠানগুলোর বিপুল তথ্য চুরি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২২ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

হ্যাকিং ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন টেলিকম প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থা থেকে বিগত সাত বছর ধরে বিপুল পরিমাণ তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন-ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবারইসনের প্রধান নির্বাহী লিওর ডিভ। 

সম্প্রতি তেল আবিবে অনুষ্ঠিত এক সাইবার সপ্তাহ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হ্যাকাররা বিশ্বের ৩০টিরও বেশি দেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে এবং সেগুলো ব্যবহার করে দেশগুলোর সরকার, রাজনীতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য জমা করার চেষ্টা করছে। 

তথ্য হ্যাক করতে হ্যাকাররা পূর্ববর্তী বিভিন্ন হ্যাকিংয়ের চেষ্টা যেগুলোর সঙ্গে বেইজিং জড়িত বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ দাবি করেছিলো, সেগুলোতে ব্যবহৃত বিভিন্ন টুলস ব্যবহার করেছে বলে তিনি জানান। 
ডিভ রয়টার্স’কে বলেন, এত উন্নত ধরনের হ্যাকিংয়ের ঘটনা কোনো অপরাধী গোষ্ঠি করতে পারেনা। এরকম সাইবার হামলা চালানোর ক্ষমতা কেবল মাত্র কোনো দেশের সরকার রাখে। 

 

ডিভ পরবর্তীতে এ হ্যাকিং কিভাবে করা হয়েছে সে সম্পর্কে ধাপে ধাপে বিশ্লেষণ করেন। তেল আবিবে আয়োজিত এ সম্মেলনে মার্কিন ও বৃটিশ সাইবার ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান সহ ইসরায়েলি গোয়েন্দা সংগঠন মোসাদের প্রধানও উপস্থিত ছিলেন।