আগ্নেয়গিরি বিস্ফোরণের যে ছবি মুহূর্তেই ভাইরাল!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
বিপুলা এই পৃথিবীকে সাধ মিটিয়ে দেখার ইচ্ছা কতজনই বা পূর্ণ করতে পেরেছে? আর যদি আন্তর্জাতিক স্পেশ স্টেশন থেকে এই পৃথিবীটাকে দেখার পাশাপশি এর অসাধারণ ছবি ক্যামেরায় বন্দি করা যায়। তাহলে তো বিষয়টি দারুণ হয়।
আন্তর্জাতিক স্পেশ স্টেশন থেকে গেল সপ্তাহে 'আইএসএস' ক্যামেরা বন্দি করেছে এক অসাধারণ ছবি। ৫৯ নম্বর ক্র'র এক অভিযাত্রী গেল শনিবার মহাকাশ থেকে রাইকোকে আগ্নেয়গিরির বিস্ফোরণ ক্যামেরা বন্দি করেন।
রাশিয়ার কুরিল দ্বীপের এই আগ্নেয়গিরিতে গেল ২২ জুন বিস্ফোরণ ঘটে। যার ধোঁয়া ও ধুলোর উচ্চতা আকাশ ভেদ করে ২ হাজার ২৯৬ ফুট উঁচু পর্যন্ত পৌঁছায়। ১৯২৪ সালের পর ফের এই আগ্নেয় পর্বতে বিস্ফোরণের ঘটনা ঘটলো।
এদিকে পৃথিবী থেকে ৪০৮ কিমি দূরত্বের এই ছবিটি বর্তমানে ভাইরাল। এতে দেখা যায়, ধোঁয়া ও ধুলার বিশাল ছাতার মত মেঘপুঞ্জ দখল করে নেয় উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশাল অংশ।