কঙ্গোতে খনি ধসে নিহত ৪১, আটকা পড়েছেন অনেকে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
কঙ্গোর দক্ষিণাঞ্চলে খনি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪১ জন শ্রমিকের প্রাণহানি হয়েছে। ধ্বংসস্তুপে এখনো আটকা পড়ে আছেন আরো অনেকে।
দেশটির কোলওয়েজি এলাকার কপার ও কোবাল্ট খনিতে কাজ চলার সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আটকে পড়াদের জীবিত উদ্ধার করতে ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, হঠাৎ-ই প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে পড়ে খনির প্রবেশমুখ। এ সময় ভেতরে চাপা পড়েন প্রায় অর্ধ-শতাধিক শ্রমিক।
এদিকে সুইস ভিত্তিক বিখ্যাত খনিজ পণ্য উত্তোলনকারী প্রতিষ্ঠান ‘গ্লেনকোর’ দাবি, নিচের বিষাক্ত গ্যাস, স্থান ও আলোর স্বল্পতার কারণে দমবন্ধ হয়ে বেশিরভাগ শ্রমিকের মৃত্যু হয়েছে।
খনি ধসের কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।
বিশ্বে প্রায় ৬০ শতাংশ কোবল্টের যোগান দেয় কঙ্গো। এই ধাতব পদার্থ ইলেকট্রিক গাড়ির ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ ধাতু। গেল বছর কোনো নিরাপদ সরঞ্জাম ছাড়াই অবৈধভাবে কঙ্গোর ৩০ শতাংশ কোবাল্ট উত্তোলন করা হয়।