ফ্রান্সে মসজিদে হামলায় ইমামসহ গুলিবিদ্ধ ২
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
ফ্রান্সের পশ্চিমের শহর ব্রেস্টের এক মসজিদে বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে। এতে ইমামসহ ২ জন আহত হয়েছে, নিহত হয়েছে বন্ধুকধারী। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে, বন্দুকবাজদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। খবর সিএনএন।
এবিসি নিউজের খবরে বলা হয়, অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ওই মসজিদটির ইমাম রশিদ এলজয়সহ ২ জন আহত হয়েছে। হামলার পর হামলাকারী নিজের ওপর গুলি চালিয়ে মারা যায়।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার টুইট করে জানিয়েছেন, বুহস্পতিবারের এই ঘটনার পরই তিনি গোটা দেশের ধর্মীয়স্থানগুলোতে নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন বিপন্মুক্ত।
দেশটির পুলিশের এক মুখপাত্র জানান, অজ্ঞাত ওই বন্দুকধারী দুই জনকে গুলি করে ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালিয়ে যায়। এরপর হামলাকারীকে গ্রেফতার করতে দেশটির পুলিশ তল্লাশি অভিযানে নামে। কিন্তু কিছুক্ষণ পরে ওই হামলাকারীর গাড়ি খুঁজে পায়। তার পাশেই পড়ে থাকে হামলাকারীর নিথর দেহ।