বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছয় দেশকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৫ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার

মালি, নামিবিয়া, সাইপ্রাস, বেলারুশ, পর্তুগাল ও আইসল্যান্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। বাংলাদেশ বিশেষ করে কৃষি ভিত্তিক খাতগুলোয় সম্ভাবনাময়। বাংলাদেশে খাদ্য শস্য উৎপাদন করে এখন উদ্বৃত্ত থাকছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয় পেশ করার পর ওই ছয় দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সংসদের দফতরে ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জনসমূহ রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাকে সংক্ষিপ্তভাবে ব্রিফ করেন।

তিনি দূতদের জানান, বাংলাদেশ আগে অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল অর্থনীতির একটি ছিল, কিন্তু এখন আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের উন্নয়ন প্রশংসাযোগ্য।

এছাড়াও বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের নানা অর্জনের ওপর আলোকপাত করে ড. মোমেন দারিদ্র্য দূরিকরণে সরকারের সাফল্যের কথা তুলে ধরেন।