শুটিং সেটেই শোনা হলো ‘রিকশা গার্ল’এর গল্প
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার
স্বাধীনচেতা দুরন্ত কিশোরী। রিকশাচালক পিতার বড় মেয়ে। মফস্বলে বেড়ে ওঠা নাইমার জীবন তার রঙ তুলির মত বর্ণিল। সমস্ত রঙ মিলেমিশে সেই তুলি দিয়ে অংকিত হয় সুন্দর সুন্দর সব আলপনা। নাইমা আলপনা এঁকে অল্প উপার্জন করে। তাতে তার পরিবারের দুর্দশা দূর হয় না। চোখে স্বপ্ন নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে সে। নাইমার জীবনে শুরু হয় নতুন নতুন সব অভিজ্ঞতা। শুরু হয় রিকশা কন্যার এক সাহসী যাত্রা। তার চলার গল্পই উঠে আসবে অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ ছবিতে।
দেশের বিভিন্ন স্থানে শুটিংয়ের পর বর্তমানে গাজীপুরের বাংলাদেশ ফিল্ম সিটিতে ‘রিকশা গার্ল’ ছবির শুটিং চলছে। গল্পের প্রয়োজনে বস্তির একটি সেটের প্রয়োজন হয়। তাই সেখানে শতাধিক বস্তিঘর তৈরি করার মাধ্যমে নিয়ে আসা হয়েছে বস্তির সত্যিকার অবয়ব। এই ছবিতে রিকশা কন্যার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মোমেনা চৌধুরীর মেয়ে নভেরা চৌধুরীকে।
নভেরা বলেন, এই ধরণের একটি চরিত্র কাজ করতে পারাটা যে কারো জন্য ভাগ্য। আমি কোন দিন রিক্সা ধরে দেখিনি। অথচ অভিনয়ের জন্য রিক্সা চালানো শিখেছি। বস্তিতে বেড়ে উঠা মানুষের জীবন অনেক কাছে থেকে উপলব্দি করেছি। আামার মা একজন অভিনেত্রী। সেই জায়গা থেকে মা আমাকে পরামর্শ দেন ভালো করার জন্য।
সিনেমাটির সম্পর্কে জানতে চাওয়া হয় সিনেমার পরিচালক অমিতাভ রেজা বলেন, আমি সবসময়ই মানসম্পন্ন সিনেমা নির্মাণের চেষ্টা করি এবং এখন বাংলাদেশেই আন্তর্জাতিক মানের সিনেমা নির্মিত হচ্ছে। আমরা এমন সব সিনেমা বানাতে চাই যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নামকে উজ্জ্বল করবে। বাংলাদেশে সাধারণত আমরা দেখি বস্তির শুটিংয়ের প্রয়োজন হলে সবাই বস্তির দিকে ছুটে যায়। কিন্ত গল্পের প্রয়োজনে আমরা শতাধিক বস্তিঘর নির্মাণ করে নিজেরা বস্তির অবয়ব দিয়ে সেট বানিয়েছি। এছাড়াও আমরা বাংলাদেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে সিনেমার শুটিং করেছি।
‘রিকশা গার্ল’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে বস্তির পাশাপাশি রিকশার গ্যারেজও নির্মাণ করা হয়েছে
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে নিউইয়র্কে সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় শীর্ষে ছিল। ওটার অনুকরণেই এই ছবি নির্মান হচ্ছে। এর চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ।
এতে অভিনয় করছেন নভেরা চৌধুরী, মোমেনা চৌধুরী, গুলশান আরা আক্তার চম্পা, মাসুমা রহমান নাবিলা, নাসির উদ্দিন খান, এলেন শুভ্র, অপূর্ব রূপকথা, নরেশ ভূঁইয়া, আব্দুল আজিজ প্রমুখ।