বেসনের হেয়ার প্যাকেই দ্রুত বাড়বে চুল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৩ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার
চুল কীভাবে বড় করবো? অনেক নারীরই প্রশ্ন এটি। দ্রুত চুল বড় হওয়ার উপায় জানতে সবাই উদগ্রীব। জানেন কি? হাতের কাছে থাকা একটি উপাদানই যথেষ্ট আপনার চুল বড় করতে! বেসন।
বেসনে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কেবল ত্বকের যত্নে নয়, চুলের যত্নেও অনন্য। প্রাকৃতিক উপায়ে চুল পরিষ্কার করার পাশাপাশি বেসনের হেয়ার প্যাক চুল পড়া বন্ধ করে ও খুশকি দূর করে। চুলের দ্রুত বৃদ্ধিতেও কার্যকর এটি। তবে জেনে নিন বেসনের হেয়ার প্যাক কীভাবে তৈরি করবেন-
১. সমপরিমাণ বেসন ও টক দই একসঙ্গে মিশিয়ে নিন। সামান্য পানি মেশাতে পারেন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। মাথার ত্বকে থাকা তেল ও ময়লা দূর করে চুল খুশকিমুক্ত রাখবে এই হেয়ার প্যাক।
২. বেসন ২ টেবিল চামচ, আমন্ড অয়েল ১ টেবিল চামচ, টক দই ৫ টেবিল চামচ ও লেবুর রস ২ চা চামচ একসঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি মেশান। ভেজা চুলে মিশ্রণটি লাগান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবেন। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
৩. চুল প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে পারে বেসন। প্রয়োজন মতো বেসনের সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। গোসলের আগে ব্রাশের সাহায্যে চুলে লাগান মিশ্রণটি। কিছুক্ষণ পর ভালো করে ধুয়ে ফেলুন।
৪. বেসন ২ টেবিল চামচ, মেথি গুঁড়ো ২ টেবিল চামচ ও প্রয়োজন মতো নারকেল তেল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি চুলে ২০ মিনিট লাগিয়ে এখে ধুয়ে ফেলুন। এটি চুলের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করবে।
৪. বেসন ৩ টেবিল চামচ ও টক দই, অলিভ অয়েল ও লেবুর রস ১ টেবিল চামচ করে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। চুলে আধা ঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করবে।