ট্যালকম পাউডার ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি: গবেষণার তথ্য
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪১ এএম, ২৯ জুন ২০১৯ শনিবার
গরমে বাজারচলতি বিভিন্ন ব্র্যান্ডের ট্যালকম পাউডার কেনাবেচার ধুম পড়ে যায়। বিশেষ করে শিশুদের শরীরে প্রায় প্রতিদিনই ব্যবহার করা হয় পাউডার। কিন্তু জানেন কি এই প্রসাধনী কতটা ক্ষতিকারক! এই পাউডার থেকেই ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ সংগঠন দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সরের (আইএআরসি) এক গবেষণায় এ বিষয়টি উঠে এসেছে।
ট্যালকম থেকে কেন ক্যান্সার?
আরবি শব্দ ট্যাল্ক থেকেই এসেছে ট্যালকম শব্দটি। ট্যাল্ক সহজে আর্দ্রতা শোষণ করতে পারে বলে এখন অনেকেই ত্বকে ব্যবহার করেন এই পাউডার ব্যবহার করেন। এই ট্যাল্কে ম্যাগনেশিয়াম, সিলিকন এবং কিছু পরিমাণে অ্যাসবেসটস পদার্থ থাকে। এই অ্যাসবেসটস থেকেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি।
বেশিরভাগ নামি ব্র্যান্ডের পাউডার এমনকি বেবি পাউডারেও প্রচুর মাত্রায় স্টার্চ থাকে, যা শরীরে বিভিন্ন অংশ জমতে জমতে সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয়। তাই যারা মনে করেন পাউডার ব্যবহার করলে সংক্রমণ থেকে দূরে থাকা যায়, তাদের ধারণা সম্পূর্ণ ভুল।
গবেষণার তথ্য মতে, পাউডারের সঙ্গে ওভারিয়ান ক্যান্সারের সরাসরি যোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে যদি কেউ শরীরের গোপন অংশে পাউডার লাগান, তাহলে একসময় গিয়ে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পায়।
২০১৬ সালে আফ্রিকান আমেরিকান ক্যান্সার এপিডেমিওলোজি স্টাডি (এএসিইএস) ৫৮৪ জন আফ্রিকান নারী ও ৭৪৫ জন আমেরিকান নারীকে নিয়ে একটি গবেষণার কাজ শুরু করেন। তাদের প্রত্যেকেরই বয়স কাছাকাছি ছিলো এবং তারা সবাই ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত। এ গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ৬৩ ভাগ নারীই টেলকম পাউডার ব্যবহার করতেন।