আইএসে যোগ দিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারের ১২ সদস্
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের ১২ সদস্য নিজেদের বাড়ি থেকে পালিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিয়ে প্রাণ হারিয়েছে। ওই পরিবারের সদস্যরা ২০১৫ সালে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় চলে যায়।
ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই পরিবারের তিন সন্তান সিরিয়ায় যুদ্ধরত অবস্থায়, তিন শিশু বিমান হামলায় নিহত হয়। পরিবারের প্রধান, বাবা মুহাম্মদ মান্নান ডায়াবেটিস এবং মা মিনারা খাতুন ক্যান্সারে আক্রান্ত হয়ে সিরিয়াতেই মারা যান।
পরিবারটির ওই ১২ সদস্যকে চার বছরে বাংলাদেশের কোথাও দেখা যায়নি। তাদের আত্মীয়দের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, পরিবারটিকে সিরিয়াতে প্রবেশ করার সময় তুরস্কে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা ব্যর্থ হয়। তখন আত্মীয়রা দাবি করেন, পরিবারটি ধ্বংসের দিকে যাচ্ছে।
মান্নানের আরেক ছেলে সেলিম বলেন, তারা সবাই মারা গেছে। তাদের সঙ্গে আসলে কী হয়েছিলো তা জানতে আমরা চেষ্টা করেছি। শুধু এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে, তারা সবাই মারা গেছে।
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশদ্ভূত ওই পরিবারের সদস্যরা হলেন: মুহাম্মদ আব্দুল মান্নান (৭৫), তার স্ত্রী মিনারা খাতুন (৫৩), তাদের কন্যা রাজিয়া খানম (২১), পুত্র মুহাম্মদ জায়েদ হুসাইন (২৫), মুহাম্মদ তৌফিক হুসাইন (১৯), মুহাম্মদ আবিল কাশেম শাকের (৩১), কাশেমের স্ত্রী শায়েদা খানম (২৭), পরিবারের আরেকজন সদস্য মুহাম্মদ সালেহ (২৬), তার স্ত্রী রওশনারা বেগম (২৪) এবং আরও তিন শিশু। এরা সবাই আইএসে যোগ দিয়েছিল।
ডেইলি মিরর জানায়, সিরিয়ায় পৌঁছানোর দুই মাসের মধ্যে তারা আইএসকে সমর্থন জানিয়ে বিবৃতি দেয়। বিবৃতিতে তারা শরিয়াহ মোতাবেক রাষ্ট্র পরিচালনার জন্য আইএসকে সমর্থন জানাতে পেরে আনন্দ প্রকাশ করে।
মান্নানের আগের স্ত্রীর ঘরের দুই সন্তানও যুক্তরাজ্যে বসবাস করেন। তারাও ওই ঘটনার পর পুলিশের কাছে পরিবারটি নিখোঁজ হিসেবে রিপোর্ট করেন।