ভারতের রেকর্ডসংখ্যক নারী এবার হজে যাচ্ছেন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৬ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
এবার ভারত থেকে রেকর্ডসংখ্যক নারী হজে যাচ্ছেন। যার সংখ্যা দুই লাখেরও বেশি হতে পারে।
দেশটির সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি জানান, হজ যাত্রীদের ৪৮ শতাংশই নারী।
দুই ধাপে ভারতের ২১টি স্থান থেকে পাঁচ শতাধিক ফ্লাইটে এসব মানুষ সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। গত বছর ভারত থেকে পুরুষ সঙ্গী ছাড়া হজে যাওয়া নারীর সংখ্যা ছিল ১১৮০।
এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৪০ জনে। ভারতের দিল্লি, গোহাটি, গয়া এবং শ্রীনগর থেকে ৪ জুলাই প্রথম হজ ফ্লাইট যাত্রা শুরু করবে। আর ৩১ জুলাই চেন্নাই থেকে যাত্রা করবে শেষ ফ্লাইটটি। খবর আল অ্যারাবিয়ার।