অবজ্ঞা শেষে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন সৌদি প্রিন্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
ইসলামের নবী মুহাম্মদ সা. জন্মেছিলেন আরবে। এটাই আরবদের সবচেয়ে গর্বের বিষয়। আরবরা কখনো অভাবে পড়বে না। আরবরা রাজার হালতে থাকবে। এগুলো ছিল নবিজীর ভবিষ্যতবার্তা।
সম্প্রতি আরবের কেন্দ্রবিন্দু ও মক্কা-মদিনার ভূগোল সৌদি আরব বিশ্ব রাজনীতিতেও অনেক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এরা কারো ওপর সরাসরি শাসন না করলেও তাদের কেউ সরাসরি শাসন করতে পারে না।
অবজ্ঞা শেষে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন সৌদি প্রিন্স
নিউজ ডেস্ক
ধর্মীয় স্বাতন্ত্রের পাশাপাশি এসব কারণ যোগ হয়ে বর্তমান বিশ্বের দাপটশালী রাজপুত্র সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান এরই মধ্যেই ছেয়ে গেছেন সবার মাঝে।
বিশ্বের সব ক্ষমতাধর শাসকরাই তাকে সমীহ করতে বাধ্য। অনেক বিতর্কের মধ্য দিয়েও মুহাম্মদ বিন সালমান কিছু কিছু ক্ষেত্রে নিজের ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করে থাকেন।
জাপানের উসাকায় অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনের কয়েকটি ছবি দেখলেই বিষয়টি পরিস্কার হয়ে যায়।
একটি ছবিতে দেখা যাচ্ছে, বিশ্বের সেরা বিশটি অর্থনৈতিক শক্তির বড় বড় নেতাদের একদম মধ্যখানে দাঁড়িয়ে আছেন মুহাম্মদ বিন সালমান। তার ডান পাশেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ছবিটিতে সবচেয়ে নজর কাড়ে যে বিষয়টি, সবাই যখন যার যার উপস্থিতি জানান দিয়ে হাত উঁচু করে অভিবাদন দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প হাত তুলেছেন সৌদি প্রিন্সের দিকে। কিন্তু প্রিন্স ট্রাম্পের দিকে রহস্যজনক দৃষ্টিতে তাকিয়েই আছেন। হাত তুলতে যেন দ্বিধা হচ্ছে ক্ষাণিকটা।
কয়েকটি ছবিতে একই রকম দৃশ্য দেখা গেছে। অবশ্য অন্য একটি ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, শেষে সৌদি প্রিন্স ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন।
মুসলিম শাসকরা অনেক সময় নিজে খুব একটা ভালো না হলেও অন্যান্য সীমালঙ্ঘনকারী শাসকদের প্রতি একটি অবজ্ঞা তাদের থেকেই যায়। ১৪শ বছরের ইতিহাস থেকে এ সত্যটুকু সহজেই অনুমান করা যায়।
খাশোগি হত্যাকাণ্ড, সৌদি আরবে বেপরোয়া সেক্যুলারিজমের চর্চাসহ সৌদি প্রিন্সের নানা বিতর্কিত অধ্যায় এরই মধ্যে চাওড় হলেও জি টোয়েন্টির এ ছবিগুলো তার মূল চরিত্র বর্ণনায় কিছুটা সহযোগিতা করে।