বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশের জন্য স্বপ্ন দেখার আহ্বান তথ্যমন্ত্রীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৪ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

দেশের জন্য স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, শুধু নিজ ও পরিবারের জন্য স্বপ্ন দেখলে চলবে না, একই সঙ্গে স্বপ্ন দেখতে হবে দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য।

শনিবার রাজধানীর স্কলাস্টিকা স্কুলের উত্তরা সিনিয়র শাখার এ লেভেলের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষার্থীদের কাঙ্খিত স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে জীবনকে সংগ্রাম হিসেবে বেছে নেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, হার না মানা যুদ্ধ-সংগ্রামের মধ্য দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

 

তথ্যমন্ত্রী বলেন, শুধু মেধা দিয়ে জীবনে সফলতা অর্জন করা যায় না। মেধার সঙ্গে নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে একটি মানবিক সমাজ গঠনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে। এমনকি বিদেশেও খাদ্য রপ্তানি করছে বাংলাদেশ।

তথ্যমন্ত্রী পরে এ লেভেল সমাপনী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।