বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিমান বাংলাদেশে নতুন বোয়িং

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৬ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে লিজ নেয়া আরো একটি বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত হয়েছে। কুয়েতের আলাফকো কোম্পানি থেকে উড়োজাহাজটি শনিবার ভোর ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, লিজদাতা প্রতিষ্ঠান কুয়েতের আলাফকো এভিয়েশন অ্যান্ড ফাইনান্স কোম্পানি’র কাছ থেকে দু’টি ৭৩৭ বোয়িং লিজ নিয়েছে দেশেরে পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ার লাইন্স। গত ১৬ মে লিজা নেয়া বোয়িং কোম্পানির তৈরি একটি উড়োজাহাজ এসে পৌঁছেছে। দ্বিতীয় উড়োজাহাজটি এসেছে আজ। প্রতিটি উড়োজাহাজ ১৬২ জন যাত্রী বহন করতে পারবে। এ উড়োজাহাজে ইকোনমি ক্লাসে আসন রয়েছে ১৫০টি ও বিজনেস ক্লাসে রয়েছে ১২টি আসন।

বিমান বাংলাদেশ সূত্র জানায়, বিমান ২০১৪ সালে মিশরের ইজিপ্ট এয়ারওয়েজ থেকে ৫ বছরের চুক্তিতে দু’টি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ ড্রাই লিজ নেয়। কিন্তু বিমান দু’টির রক্ষণাবেক্ষন ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রতি মাসে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করতে হয়। এতে বিমানের লোকশান বেড়ে যায়। ড্রাই লিজে নেয়া উড়োজাহাজ দু’টি ইজিপ্ট এয়ারকে ফেরত দেয়ার চেষ্টা করা হচ্ছে। বিমান বহরে এ দু’টি উড়োজাহাজ না থাকায় কুয়েতের আলাফকো থেকে নতুন করে আরো দু’টি উড়োজাহাজ লিজ নেয়া হয়েছে।

 

প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরে বিমান বহরে বিমানের নিজস্ব কেনা দু’টি ড্রিমলাইনার বোয়িং ৭৮৭ যুক্ত হওয়ার কথা রয়েছে। এসব কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রুট ও নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা করেছে। গত ১৩ মে ঢাকা-দিল্লী-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। পরিকল্পনা রয়েছে ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু করার।