রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

ফেসবুক স্ট্যাটাস দেখেই শনাক্ত করা যাবে রোগ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩০ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের গতিবিধি বা পোস্ট দেখেই শনাক্ত করা যাবে রোগ। এ তথ্য জানিয়েছেন ইউনিভার্সিটি অব পেনসিলভিনিয়ার রিসার্চ সেন্টার ও স্টোনি ব্রুক ইউনিভার্সিটির গবেষকরা।

প্রতিষ্ঠান দুটোর যৌথ গবেষণার ফলাফলে বলা হয়েছে, ব্যবহারকারী তার স্ট্যাটাসে কী কী শব্দ ব্যবহার করছেন তা পর্যবেক্ষণ করেই বলা যাবে কোন রোগে ভুগছেন তিনি। যারা পরিবার, প্রার্থনা ও ইশ্বর শব্দটি ব্যবহার বেশি করেন, তাদের মধ্যে ডায়াবেটিস থাকার আশংকা ১৫ শতাংশ বেশি। যারা নিয়মিত অ্যালকোহল গ্রহণ করে সমস্যায় ভুগছেন তাদের পোস্টে বোতল ও মাতাল শব্দটি পাওয়া গেছে।

এছাড়া মাথা, পেট ও ব্যথা শব্দগুলো যারা ব্যবহার করে ব্যক্তিজীবনে তারা খুবই দুশ্চিন্তায় ভুগেন। তবে যারাই এসব শব্দ পোস্টে ব্যবহার করেছে তারা সবাই যে আক্রান্ত তাও কিন্তু নয়।

 

এই গবেষণায় অংশ নিয়েছেন ৯৯৯ ফেসবুক ব্যবহারকারী। তাদের  ৯ লাখ ৪৯ হাজার ৫৩০ পোস্ট বিশ্লেষণ করা হয়। সেখানেই বেরিয়ে আসে এসব তথ্য। পোস্টগুলো বিশ্লেষণ করে মোট ২১টি শারীরিক ও মানসিক অবস্থা শনাক্ত করা গেছে। এর মধ্যে ডায়াবেটিস, হতাশা, উদ্বিগ্নতা ও মানসিক রোগ অন্যতম।