রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

স্মার্টফোনের দাম কমালো হুয়াওয়ে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩০ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে দিচ্ছে ‘হট সামার, কুল অফার’! দেশের গ্রাহকদের জন্য এই অফারটি শুরু হয়েছে গত ২৫ জুন, চলবে ৩১ জুলাই পর্যন্ত। এ অফারের আওতায় প্রতিষ্ঠানটির বিভিন্ন মডেলের হ্যান্ডসেটে মূল্যছাড়সহ আকর্ষণীয় উপহার মিলবে।

হুয়াওয়ের বিবৃতিতে বলা হয়, কুল অফারের আওতায় হুয়াওয়ের পি ৩০ লাইট স্মার্টফোনটি কিনতে পাওয়া যাবে ২৫ হাজার ৯৯৯ টাকায়। আগে ফোনটির দাম ছিল ২৯ হাজার ৯৯৯ টাকা। পি-৩০ প্রোতে আছে টিয়ার ড্রপ নচসহ ৬ দশমিক ৪৭ ইঞ্চির ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে কিরিন ৯৮০। র‍্যাম থাকছে ৮ জিবি। ফোনটি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাচ্ছে। ব্যাটারির শক্তি ৪২০০ এমএএইচ। 

এছাড়া ওয়াই ম্যাক্স ফ্যাবলেটটি ২৬ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে ২১ হাজার ৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। ২৪ হাজার ৯৯৯ টাকা দামের নোভা থ্রিআই হ্যান্ডসেটটি এখন ২২ হাজার ৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। ডিভাইসটির সঙ্গে উপহার হিসেবে মিলবে হুয়াওয়ে ব্যান্ড। এছাড়া হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ মডেলের (৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম) স্মার্টফোনটি ১৪ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে কিনতে পাওয়া যাবে ১২ হাজার ৯৯৯ টাকায়।