বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা মাতাতে আসছেন অঙ্কিত তিওয়ারি, সঙ্গে থাকবেন নোবেল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

ঢাকার মঞ্চ মাতাতে এবার হাজির হবেন ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’ খ্যাত সংগীত তারকা অঙ্কিত তিওয়ারি। তার সঙ্গে একই মঞ্চে গাইবেন জি বাংলার ‘সা রে গা মা পা’-এর তারকা বাংলাদেশের গায়ক মঈনুল আহসান নোবেল ও বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী তাসনিম আনিকা। এছাড়াও নাচ পরিবেশন করবেন ভারতীয় মডেল, অভিনেত্রী সানা খান। 

আসছে ১৯ জুলাই রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে গান গেয়ে শোনাবেন তারা। এই মিউজিক্যাল ইভেন্টটি যৌথভাবে আয়োজন করছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট।

শনিবার দুপুরে এ অনুষ্ঠান উপলক্ষে এফডিসির ৮নং ফ্লোরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, কনসার্টে সিলভার টিকিটের জন্য ২০০০ টাকা, গোল্ড এর জন্য ৫০০০ এবং ভিআইপি টিকেটের জন্য ১৫০০০ টাকা মূল নির্ধারণ করা হয়েছে। আসছে ৫ জুলাই থেকে ঢাকা শহরের রেস্তরাঁসহ অনলাইনেও পাওয়া যাবে এই শো-এর টিকিট।

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান, এটিএন ইভেন্টস এর ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর (ইভেন্টস) মির্জা সাজিদ ও কোম্পানির হেড অব অপারেশন আনিসুর রহমান।

প্রসঙ্গত, ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’ ছাড়াও বলিউডের বিভিন্ন ছবিতে গাওয়া ‘গালিয়া’, ‘কাতরা কাতরা’, ‘তু হে কে নেহি’, ‘বুন্দ বুন্দ’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে অঙ্কিত তিওয়ারির।