সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৫ ১৪৩১   ১৮ শা'বান ১৪৪৬

প্লাস্টিক ব্যাগে পাওয়া শিশুটিকে দত্তক নিতে যুদ্ধ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৪ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্লাস্টিক ব্যাগের ভেতরে পাওয়া নবজাতক এক বাচ্চা মেয়েকে দত্তক নিতে উদগ্রীব হয়ে পড়েছে সারা বিশ্বের শত শত পরিবার। সন্তানটিকে পেতে যেন যুদ্ধই করতে হচ্ছে।

বাচ্চাটিকে ‘অলৌকিক’ শিশু বলে বর্ণনা করছেন অনেকেই এবং তার নাম দেয়া হয়েছে ইন্ডিয়া।

বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ওই শিশুর হৃদয়-স্পর্শী বর্ণনা। 

জর্জিয়ায় স্থানীয় লোকজন তাদের বাড়ি থেকে বাচ্চাটির কান্না শুনতে পেয়ে পুলিশকে ফোন করেন এবং পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। বাচ্চাটি হলুদ রঙের একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতরে জড়ানো ছিল। 

পুলিশ ওই ব্যাগটি ছিঁড়ে তাকে বের করে আনার একটি হৃদয়-স্পর্শী ভিডিও প্রকাশ করেছে। সেসময় বাচ্চাটি কাঁদছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বাচ্চাটি সুস্থ আছে। তার দেহের কোথাও কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।

বাচ্চাটিকে নাটকীয়ভাবে উদ্ধারের খবর বিশ্বের বিভিন্ন দেশে সংবাদ শিরোনাম হয়েছে এবং তার পর থেকে বিভিন্ন দেশ থেকে শত শত পরিবার তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানিয়েছেন।

জুন মাসের প্রথম সপ্তাহের ঘটনা। বাচ্চাটি এখন শিশু বিভাগের হেফাজতেই আছে। তার ওজন বাড়ছে। এর মধ্যে তিন সপ্তাহ চলে গেছে। কর্মকর্তারা বলছেন, শিশুটি হাসছে। বাচ্চাটির জন্যে একটি স্থায়ী ঠিকানা পাওয়ার আগ পর্যন্ত সে শিশু সার্ভিসের হেফাজতেই থাকবে।

স্থানীয় কাউন্টি শেরিফের কর্মকর্তারা বাচ্চাটির পিতামাতা ও আত্মীয় স্বজনকে খুঁজে বের করার চেষ্টা করছেন।