বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইংল্যান্ডের আকাশে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২০ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ শুরু হওয়ার কিছু সময় বাকি। হঠাৎ করে ম্যাচের ভেন্যু হেডিংলির উপরে উড়ে গেল দুটি বিমান। যার দুটির ‘লেজে’ই ছিল রাজনৈতিক বার্তা।

এদের একটি বিমানের পেছনে ‘জাস্টিস ফর বেলুচিস্তান’ লেখা ছিল। বিমানটি উড়ে অদৃশ্য হওয়ার কিছুক্ষণ পরই স্টেডিয়ামের উপর দিয়েই উড়ে যায় আরো একটি বিমান। এটির পেছনে যুক্ত ব্যানারে ছিল রাজনৈতিক বার্তা। তাতে ‘হেল্প এন্ড ডিসএপিয়ারেন্সেস ইন পাকিস্তান’ লেখা ছিল।
    
এদিকে বিমানের এই অদ্ভুত দুই বার্তায় ক্রিকেট অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক-রাজনৈতিক অঙ্গনেও শোরগোল উঠেছে। অনেকে মনে করছেন, ম্যাচ শুরুর আগে পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকদের মারামারিতে জড়িয়ে পড়ার ক্ষেত্রে বিমানের পেছনের ওই দুই বার্তা প্রভাব রেখেছিল।

অবশ্য এমন ঘটনায় চুপচাপ বসে নেই লিডস এয়ার ট্রাফিক। তারা এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন। তদন্তে সুনির্দিষ্ট ফলাফল বের হলে বোঝা যাবে ইংল্যান্ডের মত নিয়মতান্ত্রিক দেশে বিমানের পেছনে থাকা ব্যানারের মাধ্যমে এমন রাজনৈতিক বার্তা প্রেরণের মূল হোতা কারা!

 

প্রসঙ্গত, বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, যেখানকার বাসিন্দারা দীর্ঘ সময় ধরে স্বাধীনতার জন্য লড়াই করছেন। বেলুচিস্তানের অবস্থান আফগানিস্তানের উত্তর সীমান্তে। আর তাই বেলুচিস্তানের স্বাধীনতার কামনার সঙ্গে জড়িয়ে আছে আফগানিস্তানও। পাকিস্তানের মোট আয়তনের প্রায় ৪৮ শতাংশই বেলুচিস্তানের দখলে রয়েছে। পর্বতময় এই অঞ্চলটির অবস্থান পাকিস্তানের উত্তর অংশে।