ইরানের সঙ্গে উত্তেজনা, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৪ এএম, ৩০ জুন ২০১৯ রোববার
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো অত্যাধুনিক এফ-২২ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
শুক্রবার মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে এফ-২২ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, মার্কিন বাহিনী ও তাদের স্বার্থ সুরক্ষায় কাতারে এফ-২২ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে ওয়াশিংটন।
কাতারের আল ওদায়েদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা অত্যাধুনিক এ যুদ্ধবিমান রাডারের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাতে সক্ষম।
কাতারের এ মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের অন্তত ১১ হাজার সেনা এবং শতাধিক যুদ্ধবিমান রয়েছে।
এর আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ আরোপের পর তেহরানের প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার একাধিক টুইট বার্তায় ইরানের প্রতিক্রিয়াকে অবজ্ঞামূলক ও অপমানজনক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি উচ্চারণ বলেন, তেহরানের নেতারা বাস্তবতা বুঝতে পারছে না।
বুধবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত যদি ইরানের সঙ্গে যুদ্ধ বেধে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের ভালো প্রস্তুতি রয়েছে।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সঙ্গে পরমাণু নিয়ন্ত্রণবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করে ইরান। বিনিময়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া হয়। কিন্তু গত বছর ইউরোপীয় মিত্রদের বাধা সত্ত্বেও ওই চুক্তি থেকে বেরিয়ে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ইরানের তেল রফতানিসহ বিভিন্ন বিষয়ে একের পর এক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ধারাবাহিক উত্তেজনার মধ্যেই সম্প্রতি মধ্যপ্রাচ্যে আরো এক হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দেন ট্রাম্প। এরমধ্যেই ২৮ জুন মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক এফ-২২ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দেয় ওয়াশিংটন।