বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রিটেনে রানীর প্রাসাদে ইঁদুরের হানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৫ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

বিট্রেনে রানীর বাকিংহাম প্যালেসে ভয়ানক ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। ইঁদুর তাড়াতে এরই মধ্যে পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশনকে খবর দেয়া হয়েছে। এ ঘটনাকে রানী ‘ভীতিকর’ বলে উল্লেখ করেছেন।

বাকিংহাম প্যালেসের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি রানীর প্রাসাদের রান্নাঘর ও এর আশপাশে ইঁদুরের উৎপাত লক্ষ করা যায়। এর পরিপ্রেক্ষিতে রান্নার সঙ্গে জড়িত কর্মীদের ইঁদুরের বংশ বিস্তার রোধের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মূলত জীবাণুমুক্ত খাবার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন। 

তিনি আরো জানান, প্রাসাদে ইঁদুরগুলো খাবারে মুখ দেয়া ছাড়াও কাপ ফেলে দেয়া, দরজা-জানালায় শব্দের মতো উৎপাত করে। 

 

এদিকে দায়িত্ব পাওয়া পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশন জানায়, তারা ইঁদুর তাড়ানোর সময় জীবাণু না ছড়ানোর বিষয়টিকে প্রাধান্য দেবে।