নীতা আম্বানির ভ্যানিটি ব্যাগের দাম শুনলে আপনিও অবাক হবেন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩০ জুন ২০১৯ রোববার
বিশ্বের তালিকাভূক্ত শীর্ষ ধনী ভারতের মুকেশ আম্বানি। নিজের কাজের জন্য প্রায়ই খবরে চলে আসেন তিনি। তবে তার স্ত্রী নীতা আম্বানিও কম যান না। বিভিন্ন করণে তিনিও খবরে চলে আসেন।
সম্প্রতি নীতা আম্বানির একটি ভ্যানিটি ব্যাগের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কুমিরের চামড়া দিয়ে তৈরি ওই ব্যাগটিতে দুই শতাধিক হীরা এবং স্বর্ণ রয়েছে। আর এর দাম শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, নীতা আম্বানির সেই ব্যাগের মূল্য ২ কোটি ৬০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার দাম পরে তিন কোটি টাকারও বেশি।
টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন নীতা আম্বানি সেই ব্যাগের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ছবিতে সাদা পোশাকে ব্যাগটি হাতে দাঁড়িয়ে আছেন নীতা আর তার সঙ্গে আছেন বলিউডের দুই জনপ্রিয় নায়িকা কারিনা ও কারিশমা কাপুর।
যুক্তরাজ্যের নামকরা নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়, হার্মেস হিমালয়া নামে এই ভ্যানিটি ব্যাগ পৃথিবীর সব ধনীদের একটি ঈপ্সিত বস্তু। এছাড়া ব্যাগটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ২৪০টি হীরার টুকরা এবং ১৮ ক্যারেট স্বর্ণ।
গত ২০১৭ সালে ক্রিস্টির নিলামে কুমিরের চামড়ার ওপর হীরা বসানো এই হিমালয়া ভ্যানিটি ব্যাগ ৩ লাখ ৭৯ হাজার ২৬১ ডলারে বিক্রি হয়। সেই নিলামের মাধ্যমে বিশ্বে সর্বোচ্চ দামে বিক্রিত ভ্যানিটি ব্যাগ হিসেবে পরিচিতি পায় সেটি।
নিলামকারী প্রতিষ্ঠান ব্যাগটি নিয়ে বলে, এটি একটি বিশেষ ব্যাগ। যেটি কুমিরের চামড়া থেকে তৈরি করা হয়েছে। মূলত নানান রঙের ক্রমবিন্যাস এটিকে আকর্ষণীয় করে তোলে। অভিনেতা এবং গায়ক জেন বিরকিনের নামানুসারে এই ব্যাগটির নামকরণ করা হয়।