সঙ্গীতশিল্পী আব্দুল হাদীর জন্মদিন আজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৪ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার
কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ। ১৯৪০ সালের এই দিনে তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানায় জন্মগ্রহণ করেন।
বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে কৈশোর থেকেই গানের অনুরাগী হয়ে ওঠেন হাদী। এরপর নিজের নিরলস চেষ্টা ও একাগ্রতায় বেতার, টেভিলিশন, চলচ্চিত্র-সব মাধ্যমেই সমান তালে গান করেছেন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে ‘যেও না সাথী’, ‘চোক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘আছেন আমার মোক্তার’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ প্রভৃতি উল্লেখযোগ্য। শ্রেষ্ঠ গায়ক হিসেবে এই গুণী শিল্পী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে তৈরি হয়েছে তার জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’। রাতে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত করা হবে প্রামাণ্যচিত্রটি। দেখা যাবে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন, টেলিফ্লিক্স প্রভৃতি অ্যাপে। ৩৪ মিনিটের প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। এতে তুলে ধরা হয়েছে গায়কের বেড়ে ওঠা, গান নিয়ে তার চিন্তা-দর্শন, দেশীয় গানের নানা অনুষঙ্গসহ বিভিন্ন অজানা তথ্য।
সবশেষে দৈনিক এইদিনের পক্ষ থেকে কিংবদন্তি এই শিল্পীকে জানাই, শুভ জন্মদিন। শুভ কামনা নিরন্তর।