বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়ার্ল্ড অটিজম এন্ড ইকোলজি ফিল্ম ফোরামের কমিটি গঠন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৯ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

অটিজম এন্ড ইকোলজি ফিল্ম ফোরাম বাংলাদেশ'র নতুন কমিটির গঠন করা হয়েছে। এতে সভাপতি চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক এবং সাধারণ সম্পাদক হিসেবে শিকড় আহমেদকে নির্বাচিত করা হয়েছে। শনিবার রাজধানীর বাংলামটরে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

এই কমিটির উপদেষ্টা করা হয়েছে অধ্যাপক জুনায়েদ হালিম ও প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুকে। কমিটির সহ-সভাপতি হিসেবে কহিনূর আলম ও আয়শা জেবীন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তীর্থক আহসান রুবেল, এফ এম শাহীন, সাংগঠনিক সম্পাদক- অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, দপ্তর সম্পাদক- মাহিন ইসলাম, অর্থ সম্পাদক- রায়হান কবির, অটিজম বিষয়ক সম্পাদক- শম্পা দাস, ইকোলজি বিষয়ক সম্পাদক- সুজন হাজং, প্রচার ও প্রকাশনা সম্পাদক- শীতল মুনা চৌধুরীকে নির্বাচিত করা হয়। 

 

চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক ও শিকড় আহমেদ

চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক ও শিকড় আহমেদ

২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত রয়েছেন- দেলোয়ার হোসেন, মারুফা আকতার পপি, মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহ, অধ্যাপক ড. সাইম রানা, ডা. আহসান হাবীব, চলচ্চিত্র নির্মাতা প্রান্থ প্রসাদ, চলচ্চিত্র নির্মাতা মানিক মানবিক, সৌমিত্র দেব, অভিনেত্রী শামীমা তুষ্টি, রিয়াজ আল আসাদ, বিকাশ লস্কর, ডা. সানজিদা রহমান, আরিফুজ্জামান নূরুননবী, আশরাফ সিদ্দিকী, ঝুমুর জুঁই, আরিফ সিদ্দিকী, কাজী ফরিদ আহমেদ। 

এই সভায় ২০১৯ সালে অটিজম এবং ইকোলজি ফিল্ম বিষয়ক বিভিন্ন সভা সিম্পোজিয়াম ও ফেস্টিভ্যালের আয়োজনের পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।