প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন হবে দুই ধাপে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২৪ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার
দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন। তফসিল অনুযায়ী, আগামী ২৭ জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে দুই ধাপে।
প্রথম ধাপের ভোটে ১৯ জন প্রার্থী নির্বাচন করবেন ভোটাররা। দ্বিতীয় ধাপে নির্বাচিত ১৯ জনের মধ্য থেকে নির্বাচিত হবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের প্রার্থী। এবার নির্বাচনে ১৯০ জন ভোটার ভোট প্রদান করবেন। এরমধ্যে রয়েছেন ১৪০ জন সাধারণ ভোটার, বাকি ৫০ জন সহযোগী ভোটার।
ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। গত ২৭ জুন ছিল সংগৃহীত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। আগামী ২ জুলাই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৪০ জন সাধারণ প্রার্থী ও ৯ জন সহযোগী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণায়লয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। তার সহযোগী হিসেবে আছেন মো.জালাল উদ্দিন। তিনিও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব। অন্য সদস্য হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারি প্রোগ্রামার মো.খাদেমুল ইসলাম।
এদিকে, চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়িকা জয়া আহসান, মোজাম্মেল সরকার ও এম এ করিম মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ে জমা দেননি। তবে এবারের নির্বাচনে লড়ছেন বেশ ক'জন তারকা। শোনা যাচ্ছে, এ নির্বাচনে অংশগ্রহণ করবেন ড্যানি সিডাক, নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, মাসুম আজিজ ও ইয়ামিন হক ববি।
প্রসঙ্গত, প্রযোজক-পরিবেশক সমিতির সর্বশেষ নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট। ২০১১-১৩ মেয়াদি এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন যথাক্রমে সোহেল রানা ও ডিপজল। এরপর কমিটির মধ্যে নানা জটিলতার কারণে আর নির্বাচন হয়নি। দীর্ঘ সময় সরকারি প্রশাসক দিয়ে চলছিল এই সমিতি।