বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪   কার্তিক ২৩ ১৪৩১   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজকুমার-কঙ্গনার সিনেমার নাম বদল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০২ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

সিনেমাটির নাম বৈষম্যমূলক, অপমানজনক এবং অমানবিক। কারণ ‘মেন্টাল’ শব্দটির প্রয়োগ মনোরোগীদের মর্যাদায় আঘাত করে। এজন্য ভারতীয় মনোরোগ বিশেষজ্ঞ সোসাইটি ছাড়াও এর নাম নিয়ে আপত্তি তুলে দীপিকা পাড়ুকোনের মানসিক স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত সংস্থাও।

 

এরপর সিনেমাটির পরিচালক প্রকাশ কভেলামোডি ‘মেন্টাল হ্যায় কেয়া’র নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। নতুন নাম ঠিক করেন ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’।

নাম পরিবর্তন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, সংশোধন করে নতুন নাম ঠিক করা হয়েছে। পরিবর্তীত নামটি বেশ যথাযথ হয়েছে। এখন আর কোন জটিলতা নেই। আপাতত অধীর আগ্রহে সিনেমাটির মুক্তির অপেক্ষায় আছি।

সিনেমাটির প্রযোজক একতা কাপুর এর আগেই জানিয়েছেন, সিনেমার নামের মাধ্যমে কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য নেই। যেটি হয়েছে, তা সত্যিই অনিচ্ছাকৃত ভুলে।

আগামী ২৬ জুলাই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ নামে।