বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাবনায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় ৩ জুলাই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৪ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার রায় আগামী ৩ জুলাই ধার্য করেছে আদালত।  

সোমবার সকালে যুক্তিতর্ক শেষে পাবনার স্পেশাল ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়রা জজ আদালত- ১ এর বিচারক রুস্তম আলী এই রায় ঘোষণার দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন পাবনার পিপি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা ও অ্যাডভোকেট গোলাম হাসনাইন। অপরদিকে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম গেদা ও অ্যাডভোকেট সনৎ কুমার সরকার।

পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একে এম শামসুল হুদা।

পিপি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা শুনানি শেষে জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রোববার সাফাই স্বাক্ষীর দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষ কোন সাফাই স্বাক্ষী না দিয়ে সময় প্রার্থনা করে আবেদন জানান।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রুস্তম আলী সময়ের আবেদন বাতিল করে সোমবার সকাল ১০টায় এই মামলায় যুক্তিতর্ক শুরুর দিন ধার্য করেন। সেই সঙ্গে হাজির হওয়া ৩০ আসামির জামিন বাতিল করে জেল হাজতে পাঠান।

চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মকলেছুর রহমান বাবলু, হুমায়ুন কবীর দুলালসহ আরো কয়েকজন আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

এতে আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পাবনা জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক একেএম আক্তারুজ্জমান আকতার, সাহাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, স্বেচ্ছাসেবকদলের নেতা আজিজুর রহমান শাহীন, সাবেক কাউন্সিলর শামসুল আলম, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, লিটন মাল, সেলিম আহমেদ প্রমুখ ।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের নিকট মুঠোফোনে এ বিষয়ে বলেন, এখনই কোন মন্তব্য করব না, রায়ের পর মন্তব্য জানাব।

রায় ঘোষণার দিন ধার্য হওয়ায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস সন্তোষ প্রকাশ করে বলেন, দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত। রায়ের তারিখ ধার্য হওয়ায় আমরা আনন্দিত।